এসো হে বৈশাখ।
নববর্ষ মানেই নতুন আনন্দের স্বাদ, নববর্ষ মানেই বাঙালির ঘরে ঘরে নবজীবনের উৎসাহ, নববর্ষ মানেই চৈত্র শেষে বৈশাখের আগমনিবার্তা।
শৈশব কাল থেকেই বাঙালি জীবনের সবচেয়ে আনন্দময় ক্ষণ বলতে এক দুর্গাপুজো ও আর এক এই ১লা বৈশাখ।
বৈশাখ নামটা শুনতেই যেন মনে জাগে পুলক, প্রতিবছর এক নব পরিকল্পনাকে অবলম্বন করে শুধুই সাফল্যের পথে এগিয়ে চলা। ইংরাজি বর্ষপঞ্জি আমাদের দিনলিপির সঙ্গে অনেকটাই জড়িত, অনেকে এমনও রয়েছেন, যে বাঙালি হয়েও বাংলা দিনক্ষণ স্মরণে রাখেন না, এমন বাঙালির সংখ্যাই মনে হয় আজ অনেক বেশি, অগণিতও বলা যায়।অবশ্য নববর্ষ তাদের কাছে গুরুত্বপূর্ণ, তাই শুধু ১লা বৈশাখ কেন? প্রতিদিন আমরা কি পারি না কেবল বাঙালি হয়ে জীবনযাপন করতে? শুধুমাত্র বাংলা ভাষাকে মর্যাদা দিয়ে আমরা কি পারি না বছরের প্রতিটাদিন প্রজ্জ্বলিত করতে?এমন বাঙালিরই তো আজ সমাজে দরকার।
এসো হে বৈশাখ, এসো এসো….
রবিঠাকুরের ভাষায় এই গীতি অনুসরণ করেই আমরা এগিয়ে চলি এক নবজীবনের দ্বারে, সব পুরাতন অশ্রুগ্লানি ফেলে রেখে আমরা নতুন বছরকে সানন্দে আগমন জানাই।
শুভ নববর্ষ।।